Header Ads

Dhaka To Kolkata Travel

ভিসা কীভাবে পাবেন ??? 
 
ঢাকা থেকে কোলকাতা যেঁতে হলে প্রথমে প্রয়োজন হবে "পাসপোর্ট " তবে পাসপোর্ট এর মেয়াদ কম পক্ষে ৬ মাস থাকতে হবে , পাসপোর্ট থাকলেও হবে না ,ভিসা লাগবে ইন্ডিয়া যেঁতে হলে ।তারপর প্রয়োজন হবে ভিসা , কিন্তু ভিসা পেতে হলে আপনার দকার হবে অরজিনিয়াল কাগজ পত্র ,যেমন - আপনার ভোটার আইডি কার্ড, বিদ্যুৎ বিলের ফটোকপি একটা কথা বিদ্যুৎ বিলের ফটোকপি হলেই হবে না সেটা ১ মাস পুরানো লাগবে , তারপর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কলেজ আইডি কার্ড ,আর আপনি যদি চাকরি করে থাকেন তাহলে অফিস থেকে"এন ও সি " সার্টিফিকেট  লাগবে, তারপর অনলাইন এ পুরন করা ফরম লাগবে,ওখানে উল্লেখ করতে হবে আপনি কিসে যাবেন এবং আসবেন কিসে, তারপর লাগবে আপনার সম্পত্তি বা ইনকাম কত , যদি আপনার যেকোনো ব্যাংক এ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে কিন্তু কমপক্ষে ২০,০০০/- টাকা থাকতে হবে ,তবে মনে রাখতে হবে যে যতদিন ভিসা না পাবেন তত দিন টাকা উত্তালন করতে পারবেন না, আর যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে ডলার কিনতে হবে সাথে  এন্ডস কপি লাগবে ,এন্ডস কপি যেকোনো মানি চেঞ্জার থেকে নিতে পারবেন , কিন্তু ডলার এর ক্ষেতে কমপক্ষে "১৫০" ডলার লাগবে ভিসা পেতে হলে ,তো সব কাগজ-পত্র ঠিক করে চলে যান ইন্ডিয়ান এম্বাসিতে । বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি আছে উত্তরা ,গুলশান , শ্যামলী ,
এখন ইন্ডিয়া হাইকমিশনার অনেক সুযোগ করে দিছে ভিসা পাওয়ার জন্য ,এখন আর ই-টোকেন লাগাতে হয় না । বাস,ট্রেন,বিমান এর টিকেট কাটলেই হয়,তবে বাস হতে হবে শ্যামলী পরিবহন,ট্রেন মৈত্রী এক্সপ্রেসস, তো সবকিছু শেষ করে চলে যান এম্বাসিতে ,ওখানে প্রোসেসিং এর জন্য ৬০০ টাকা নিবে ।তারপর আপনাকে ৭দিন সময় দিবে ভিসা পাওয়ার জন্য। ভিসা পাওয়ার পর গুরে আসুন কোলকাতা । অনলাইন এ ফরম পুরন করার লিঙ্ক তা নিছে দিয়ে দিলাম 


ঢাকা -কোলকাতা কীভাবে যাবেন ???

বাস এ গেলে যশোর,বেনাপোল হয়ে ইন্ডিয়া যায়, শ্যামলী পরিবহণ এ ঢাকা-কোলকাতা ১৭০০/- টাকা ভাড়া,  শ্যামলী পরিবহণে গেলে ইমেগ্রাসনের জন্য আপনাকে কোন প্রকার জামেলা পোহাতে হবেনা ,সব কাজ সুপারভাইজার করে দিবে বিনিময়ে ১০০/- + ভ্রমণ ফি ৫০০/- সর্বমোট =৬০০/-টাকা দিতে হবে ,শ্যামলী পরিবহণে যাত্রা করলে আপনাকে ডাইরেক্ট ইন্ডিয়া নিয়ে যাবে , বর্ডার এ কোন প্রকার লাইনে দাড়াতে হবে না , মনে রাখবেন ইন্ডিয়ান রুপী নিতে পারবেন না বাংলাদেশ থেকে ,আপনি বাংলা টাকা ও ডলার নিতে পারবেন ,
কাস্টম অফিসার আপনাকে জিজ্ঞেস করবে অনেক কিছু ভয়পাবেন না সব কিছুর উত্তর দিবেন নির্ভয়ে , ইমেগ্রেসন শেষ করে বের হওয়ার সময় কাউকে আপনার পাসপোর্ট দিবেন না,ওখানে অনেক দালাল আছে যারা আপনাকে বোকা বানিয়ে সব টাকা কনভার্ট করে নিবে ।কাউকে দেয়া যাবে না পাসপোর্ট ... তারপর চলে যান কোলকাতা ,তারপর টাকা বাংগাইয়া নেন । ধরদাম করে নিবেন ...।
কোথায় থাকবেন ???

কোলকাতায় বেশ ভাল মানের হোটেল আছে ,যাতে আপনারা ভাল করে থাকতে পারেন , ৬০০ রুপী থেকে ১৫০০০ রুপী পর্যন্ত ভাড়া আছে ১ রাতের । নিম্ন মানের ও আছে সেখানে ৬০০ রুপী থেকে ২০০০ রুপী পর্যন্ত আছে ... তবে নিউ মার্কেট এরিয়ায় একটু ভাড়া বেশি ্‌্‌মির্জা গালিব রোড এ অনেক হোটেল আছে কম দামী ...নীচে কিছু হোটেল এর লিঙ্ক আর নাম দিয়ে দিলাম 
 

খাবার খাবেন কোথায় ???  

কোলকাতায় অনেক মুসলিম খাবার হোটেল আছে ,মির্জা গালিব রোড এ অনেক মুসলিম খাবার হোটেল আছে ।দামেও সস্তা ,কোলকাতায় সব থেকে ঐতিহাসিক খাবার হল মাটির  হাড়িতে চা খাওয়া ,অকেন সুস্বাদু ।কোলকাতা গিয়েই খেয়ে নিবেন .....।
 ১। ইসলামী যাদগার হোটেল
কোথায় কোথায় গুরবেন???   

কোলকাতায় অনেক কিছু দেখার আছে যেমন- ভিক্টোরিয়া মেমোরিয়াল; হাওড়া ব্রিজ ( হাওড়া ব্রিজ রাতে দেখতে খুবই সুন্দর ), ন্যাশনাল মিউজিয়াম, ইডেন গার্ডেন , চিড়িয়াখানা । আর ও অনেক কিছু ।এগুলা সবই সেই ব্রিটিশদের স্থাপনা । নিচে লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক ওপেন করে দেলখতে পারবেন খলা-বন্ধ কখন এবং কবে কবে 
ভিক্টোরিয়া মেমোরিয়াল

আপনাদের কিছু জানার থাকলে নিচে কমেন্ট করতে পারেন

6 comments:

Theme images by mattjeacock. Powered by Blogger.