ধরুন,
আপনি এম এস ওয়ার্ডে একটি বিশাল রচনা টাইপ করেছেন। এবার আপনি চাচ্ছেন সেই
লেখাটি কপি করে বেশতো.কম এ পোস্ট দেবেন। আপনি যখন লেখাটি কপি করে এম এস
ওয়ার্ড বন্ধ করলেন, তখন কোথায় জমা আছে এতো বড় লেখাটি?
সেই লেখাটি জমা হয়ে আছে আপনার কম্পিউটারের র্যামে। র্যামকে তাই
কম্পিউটারের অস্থায়ী মেমরি বলা হয়। র্যাম থেকে এই রচনাটি মুছে অন্য কিছু
রাখলেন যখন আপনি আবার যখন কোন কিছু কপি করলেন।
আপনি যখনই কম্পিউটারটি অফ করবেন, তখনই র্যাম এর যাবতীয় তথ্য মুছে যাবে।
ইংরেজিতে RAM =Random Access Memory, অর্থাৎ যে মেমরি পর্যায়ক্রমে
পরিবর্তিত হয়।
শুধু বড় কোন লেখাই নয়- গেম খেলা, গান শোনার কাজে, ভিডিও দেখার সময় র্যাম
কাজ করে।
আর তাই, র্যাম এর আকার বেশি হলে কম্পিউটারের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়।
No comments